প্রেস রিলিজঃ মহান মুক্তিযুদ্ধের সংগঠক রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সরকার ও তৎকালীন রাজশাহীর পৌরসভার প্রাক্তন ওয়ার্ড চেয়ারম্যান সুরেশ পান্ডে’র ৫১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। মহান মুক্তিযুদ্ধে এই দিনে এ দুই নেতা শহীদ হোন।
৭১’এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে পাক হানাদার বাহিনীর কিলিং গ্রুপ তার দোসরদের নিয়ে রাজশাহী শহরের ষষ্ঠিতলার বাসভবনের দরজা ভেঙ্গে অনুপ্রবেশ করে শয়নকক্ষে ঢুকে মুক্তিযুদ্ধের সংগঠক বীরেন্দ্রনাথ সরকারকে গুলি করে হত্যা করেছিল। এর আধা ঘন্টা পর রাত সাড়ে ৯টায় পাক বাহিনীর সদস্যরা শহরের ফুদকি পাড়ার শৈলষ্য কুটিরে গিয়ে তৎকালীন ওয়ার্ড চেয়ারম্যান সুরেশ পান্ডে’কে গুলি করে হত্যা করে। শহীদ বীরেন্দ্রনাথ সরকার ও সুরেশ পান্ডে’র ৫১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আগামীকাল ২রা এপ্রিল শনিবার বিকাল ৪ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্ত্বরে এক স্মরণ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৭নং সেক্টর থেকে প্রকাশিত বাংলার কথা পত্রিকার কলমসৈনিক বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সাংবাদিক অধ্যাপক মলাই ভৌমিক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, সালাউদ্দিন মিন্টু, শহীদ লেফটেনেন্ট সেলিম মন্চ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী শামসুল আলম ও শহীদ বীরেন্দ্রনাথ সরকার এবং সুরেশ পান্ডে’র পরিবারের সদস্যবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ত্ব করবেন, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সভা পরিচালনা করবেন, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা।
রাজশাহীতে খেলার মাঠ কে কেন্দ্র করে বাসা ভাঙচুর ও আহত ১২ জন
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পহেলা নভেম্বর বিকাল পাঁচটার সময় কাঁঠালবাড়িয়া হারুপুর মোর সাহাজিপাড়া ১ নং ওয়ার্ড রাসিক এলাকা সংলগ্ন খেলার মাঠ কে কেন্দ্র করে উভয় পক্ষের তর্ক-বিতর্কের মাঝে এলাকাবাসীর উপরে হামলা…