নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাচোল, গোমস্তাপুর, ভোলাহাটের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ ও রহনপুর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ময়েজ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য সোয়েব আখতার, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জীবন মিয়া প্রমুখ।