নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তবর্তী এলাকায় ৫৯ বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৭৫০ গ্রাম হেরোইন মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়ছে।

২২ আগস্ট রোববার (গতরাত) ২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করে বিজিবি।

জানাগেছে, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি ও সোনামসজিদ বিওপির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে টহল দল অভিযান চালায়।

তারা আজমতপুর এবং চকপাড়া বিওপি হতে ২ ভাগে বিভক্ত হয়ে দু’ই দিক থেকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও যাবাহনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে বিজিবি। এরই এক পর্যায়ে নামোচকপাড়া থেকে হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে