নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী সেই যুবদল নেতা শহিদুল হক হায়দারী অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় স্বশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করলেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি আত্মসমর্পণ করেন বলে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি।
৩১ আগষ্ট সন্ধ্যায় একটি নিউজ পোর্টালে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন,কিন্তু যুদ্ধ করেননি এমন একটি আপলোডকৃত সংবাদের মন্তব্যে প্রধানমন্ত্রী কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবদলের যুক্ত সাধারন সম্পাদক শহিদুল হক হায়দারী । পরে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ এ নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হবার পাশাপাশি মানববন্ধন ও মামলা দায়ের করলে গা ঢাকা দেন তিনি।
বন্ধ পাওয়া যায় তার ব্যবহৃত মোবাইল ফোনও। অবশেষে শুক্রবার সন্ধ্যায় তিনি স্ব শরীরে একা শিবগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে থানায় এসে নিজের দেয়া স্ট্যাটাসটি দেয়া ছিল একটি ভ’ল এ বলে ভ’ল স্বীকার করে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন শহিদুল হক হায়দারী।